ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৬

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৬

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাবে এ নিয়ে এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেন ২৫৪ জন।বুধবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানায়।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪২৬ জন। এই মাসে এখন পর্যন্ত ১৯ হাজার ৩৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ২৩৯ জন ঢাকার এবং ঢাকার বাইরে ১৮৭ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে এক হাজার ৮০৩ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই আছেন এক হাজার ৪৮ জন, আর বাকি ৭৫৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫৭ হাজার ৩৫৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ৫৫ হাজার ৩০১ জন।