জানুয়ারি থেকে স্কুলে কোডিং, অ্যানিমেশন শেখানো হবে : শিক্ষামন্ত্রী

জানুয়ারি থেকে স্কুলে কোডিং, অ্যানিমেশন শেখানো হবে : শিক্ষামন্ত্রী

জানুয়ারি থেকে স্কুলে কোডিং, অ্যানিমেশন শেখানো হবে : শিক্ষামন্ত্রী

দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বিজ্ঞান প্রযুক্তি ছাড়া চলবে না। ফলে এই জানুয়ারি থেকে স্কুলে কোডিং, ডিজাইন, অ্যানিমেশন শেখানে হবে। ৬ থেকে ১৫ বছরের বাচ্চাদের তাদের বয়স অনুযায়ী এ শিক্ষা দেয়া হবে এবং শিশুরা খেলতে খেলতে শিখবে। আজ দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা এখন তৈরি পোশাক শিল্প দিয়ে বৈদেশিক মূদ্রা আয় করি। কিন্তু আগামীতে তথ্য প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি বৈদেশিক মূদ্রা আয় হবে। সেই জায়গায় যেতে হলে শিশুদের এখনই প্রযুক্তি উদ্ভাবনের উপযোগী করে গড়ে তুলতে হবে। এজন্য আগামীতে সরকার শিক্ষাকেই মেগা প্রজেক্ট হিসেবে গ্রহণ করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,যশোর-৩ সদর আসনের সাংসদ ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য কাজী নাবিল আহমেদ সহ  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মাচারিরা।

অনুষ্ঠান শেষে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে উদ্ভাবন ও শুদ্ধাচার পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।