গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণের হার ৫৬.৩২ শতাংশ।

মঙ্গলবার (২৩ মে) রাত রাতে গুচ্ছের ওয়েবসাইটে (gstadmission.ac.bd) এই ফলাফল প্রকাশ করা হয়।

বি ইউনিটে মোট আবেদন পড়েছিল ৯৬ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯৪ হাজার ৬৪১ জন, অনুপস্থিত ছিল ১৭৯৩ জন। পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫৩ হাজার ২৯৬ জন উত্তীর্ণ হয়েছেন। বাকিরা অকৃতকার্য হয়েছেন। এ ছাড়া ৭ জন শিক্ষার্থীর পরীক্ষার খাতা বাতিল করা হয়েছে।

এই ইউনিটে সর্বোচ্চ নম্বর ৯৩.২৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন সিসরাত জাহান। তিনি কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

প্রসঙ্গত, আগামী ২৭ মে সি ইউনিট (বাণিজ্য) এবং ৩ জুন এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য অনলাইনে পাওয়া যাবে।