বৈশিষ্ট্যে অনন্য যে সামাজিক ইবাদাত

বৈশিষ্ট্যে অনন্য যে সামাজিক ইবাদাত

ছবিঃ সংগ্রহীত

মানব প্রকৃতির সাথে সঙ্গতিপূর্ণ জীবনবিধানের নাম ইসলাম। শ্বাস-প্রশ্বাসের মতই সহজ ও সাবলীল এর বিধানাবলী। সকল অবস্থা ও পরিবেশে তা পালনের সুযোগ থাকার বিষয়টি ভুলে গিয়ে কখনও কখনও আমরা দ্বিধান্বিত হই, প্রশ্ন তুলি- এখন কী হবে? তেমনি একটি প্রসঙ্গ কোভিড-১৯ এর বিপন্ন পরিবেশে এবারের ঈদুল আযহা এবং কুরবানী কেমন হবে? কোভিডে বিপন্ন মানুষের আর্থ-সামাজিক দূরবস্থা, ক‘দিন আগে আম্ফানের তান্ডবের পর এখন শুরু হয়েছে বন্যা। বিগত ঈদের মত করে সালাত না হয় আদায় করলাম, কিন্তু কুরবানীর বিকল্প কিছু আছে কি? হ্যাঁ, কুরবানী বিকল্পহীন। তবে কেন? আল্লাহ বলেছেন, ‘বলুন! আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ জগৎসমূহের রব আল্লাহরই জন্য, তাঁর কোন শরীক নেই, আর আমি এর জন্যই আদিষ্ট হয়েছি এবং আমিই প্রথম মুসলিম।’ সূরা-আল আনআম : ১৬২-১৬৩ (চলবে)

ড. মীর মনজুর মাহমুদ