ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফাইল ছবি

চট্টগ্রামের কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মো. ফয়সাল (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক কর্ণফুলী গার্ডেন ওভারব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফয়সাল উপজেলার শিকলবাহা বাংলাপাড়া এলাকার মীর আহমেদ সওদাগরের ছেলে।

জানা যায়, নিহত ফয়সাল রাতে চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। সে সময় একটি ট্রাক মোটরসাইকেলে থাকা আরোহীদেরকে চাপা দিলে ঘটনাস্থলে ফয়সালের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটকের পাশাপাশি গাড়িটি জব্দও করেছে পুলিশ।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোবারক হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম গিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। তাৎক্ষণিকভাবে আহত দুজনের পরিচয় জানা যায়নি বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা।