আজ বিশ্ব নৌ দিবস

আজ বিশ্ব নৌ দিবস

ফাইল ছবি

বিশ্বজুড়ে আজ পালন করা হচ্ছে বিশ্ব নৌ দিবস। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) নৌপরিবহন অধিদপ্তর এবং নৌপরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিষ্ঠান দিনটি উদযাপন করা হয়।এবারের দিবসটির প্রতিপাদ্য ‘নেভিগেটিং দ্য ফিউচার: সেইফটি ফার্স্ট’। নৌপরিবহন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিপাদ্যটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) নৌ নিরাপত্তা সংক্রান্ত মূল কনভেনশন সোলাস ১৯৭৪ এর ৫০ বছর পূর্তিতে যথার্থভাবে আন্তর্জাতিক নৌ নিরাপত্তা, সামুদ্রিক পরিবেশ সুরক্ষা এবং নৌ সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন প্রণয়ন ও বাস্তবায়নে আইএমও’র অবদানকে প্রতিফলিত করেছে এবং এই প্রতিপাদ্যটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

বিশ্ব নৌ দিবস উদযাপনে নৌপরিবহন অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন করা হয়। এছাড়া এ অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের মহাসচিবের ধারণ করা বাণী প্রচার, মূলপ্রবন্ধ ও পেপার প্রেজেন্টেশন, মেরিটাইম সেক্টরে অসামান্য অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়।