ছাত্র আন্দোলনের কৃতিত্ব নিয়ে যা বললেন ফারুকী

ছাত্র আন্দোলনের কৃতিত্ব নিয়ে যা বললেন ফারুকী

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবে বড় একটি ভূমিকা রয়েছে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার প্রতি সমর্থন জানিয়েছিলেন। সরব ছিলেন সামাজিক মাধ্যমে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরও সক্রিয় এ নির্মাতা। এবার কথা বললেন ছাত্র আন্দোলনের কৃতিত্ব নিয়ে।

নিজের ফেসবুকে ফারুকী লিখেছেন, ‘বিপ্লব হ্যাজ ঠু মেনি প্রোপ্রাইটরস নাউ! কারণও আছে। যেহেতু বিপ্লবে স্টেকহোল্ডার ছিল অনেক। সবাই মনে করছে এই বিপ্লব তার। সুতরাং দেশটা উনি বা ওনারা যেভাবে চাচ্ছে সেভাবেই গোছাতে হবে, চলতে হবে। যেটা ফ্যাসিস্ট সরকারও মনে করত।’

আরও লেখেন, ‘প্রিয় ভাই ও বোনেরা, ৫ আগস্ট কোনো বিশেষ মতাদর্শের পক্ষে কোনো ম্যান্ডেট প্রদান করে নাই জনগণ! এটা পরিষ্কার মাথায় রাখা ভালো। ৫ আগস্ট জনগণ হাসিনার দুঃশাসন থেকে মুক্তির রায় দিয়েছে।’

সবশেষে এ নির্মাতা লিখেছেন, ‘এখন যার যার যা এজেন্ডা আছে, কী ধরনের সরকার বানাতে চান, দেশটাকে কীরকম করতে চান এগুলো নিয়ে জনগণের কাছে যান। জনগণ ভোটে নির্ধারণ করবে কাদেরটার পক্ষে তারা আছে। ক্লিয়ার?’