রাবিতে সশরীরে হবে ভর্তি পরীক্ষা

রাবিতে সশরীরে হবে ভর্তি পরীক্ষা

ফাইল ছবি।

স্বাস্থ্যবিধি মেনে ভর্তিচ্ছুদের সশরীরে উপস্থিত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। 

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ২৫২ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান জানান, ‘করোনা পরিস্থিতি অনুকুলে থাকলে অবশ্যই শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হয়েছে।’ তবে ভর্তি পরীক্ষার অন্যান্য বিষয়গুলো ভর্তি কমিটি পরবর্তীতে নির্ধারণ করবে।