বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে ১৪৬৪ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক পাচারকারী আটক

বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে ১৪৬৪ বোতল ফেনসিডিল সহ ৪ মাদক পাচারকারী আটক

ছবি: প্রতিনিধি

বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্ত থেকে ১৪৬৪ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক পাচারকারীকে আটক করেছে ৪৯ বিজিবি।  আজ  সকালে সীমান্তের সাদিপুর গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমান এই মাদকের চালানটি আটক করে বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর গ্রামের গলাচিপা বিজিবি পোষ্টের বাংলাদেশের ৩ শ গজ অভ্যন্তরে বিপুল পরিমান ফেনসিডিলের একটি চালান ভারত থেকে পাচার করে এনে পাচারকারীরা গোপনে অবস্থান করছে । এসময় বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে মিজান (১),আলী মোহন, জাহিদুল ও মিজান (২)কে ১৪৬৪ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে আটক করে।

আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মিজানুর রহমান (২৯),আফসার গাজির ছেলে জাহিদুল ইসলাম (২০) ,বড় আঁচড়া গ্রামের সিরাজ খালাসীর ছেলে মোহন আলী (২৭) ও শিকড়ী গ্রামের মৃত নূর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫)।