কিছুটা হেলে পড়েছেএফ আর টাওয়ার

কিছুটা হেলে পড়েছেএফ আর টাওয়ার

এফআর টাওয়ার, ছবি সংগৃহিত।

অগ্নিকাণ্ডের পর রাজধানীর বনানীতে এফ আর টাওয়ার কিছুটা হেলে পড়েছে। ভবনের ভিতরে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির সংস্কার না করা পর্যন্ত ব্যবহার করা যাবে না। রবিবার সকাল ১১টার দিকে এফআর টাওয়ারের ব্যবহারের উপযোগিতা খতিয়ে দেখে বিশেষজ্ঞ তদন্ত কমিটির সদস্যরা প্রাথমিকভাবে এ মন্তব্য করেন।

কমিটির সদস্য ও বুয়েটের শিক্ষক মেহেদী আহমেদ আনসারী সাংবাদিকদের জানান, দেশের ইমারত নির্মাণ বিধিমালা ও ফায়ার সেফটি কোড অনুযায়ী সংস্কার ছাড়া ভবনটি ব্যবহার করা যাবে না। ভবনে কলাম ও স্ল্যাব ভেঙেছে এবং এটি কিছুটা হেলেও পড়েছে। এই ভবন সংস্কারে কমপক্ষে তিন মাস লাগবে।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে ২৬ জন নিহত হন। আহত হন ৭০ জন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।