পুলিশ দিয়ে বিক্ষোভ-প্রতিরোধ দমানো যাবে না: রিজভী

পুলিশ দিয়ে বিক্ষোভ-প্রতিরোধ দমানো যাবে না: রিজভী

পুলিশ দিয়ে বিক্ষোভ-প্রতিরোধ দমানো যাবে না: রিজভী -সংগৃহীত ছবি

‘পরিবর্তনের ঝড়ো বাতাস বইতে শুরু করেছে। মসনদ ধুলোতে লুটোপুটি খেতে থাকবে। মানুষ এখন রাস্তায় নামতে শুরু করেছে। পুলিশ দিয়ে বিক্ষোভ-প্রতিরোধ দমানো যাবে না।’

বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের ওপর জুলুমের উগ্র গতি চারদিকে দৃশ্যমান। সে কারণে সংবিধানে স্বীকৃত সভা-সমাবেশের ওপর সিরিজ আক্রমণ চালিয়ে যাচ্ছে সরকারের পেটোয়া বাহিনী। হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে বিএনপিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল তথা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে পুলিশ।’

রিজভী বলেন, ‘সবাই আশঙ্কা করছে পুলিশি এ হানার মধ্যে আগের মতো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো কোনো ঘটনা হতে পারে। কারণ, নির্দয় জুলুম ও আওয়ামী লীগ অভিন্ন সত্তা। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর হয়নি।’

হাজার হাজার কোটি টাকা পাচারকারীরা সহজেই দেশ ছাড়তে পারে উল্লেখ করে রিজভী বলেন, ‘অথচ মানুষ এসবের সমালোচনা করলেই তাদের ওপর নেমে আসে নির্যাতন। নিপীড়ন আর হুঙ্কারের স্বরে এখন দেশ শাসন চলছে।’

রিজভী বলেন, ‘সরকার মনে করছে, যারা সমালোচনা করে তারা প্রত্যেকেই অপরাধী, সুতরাং কারাগার এবং মৃত্যুই তাদের একমাত্র প্রাপ্য। এ কর্মসূচি নব্য বাকশালী সরকারের বাস্তবায়নের লক্ষ্য। সেজন্যই গণতন্ত্রকে অনুপস্থিত করে বাকশালের মরদেহকে ঘাড়ে করে বয়ে বেড়াচ্ছে।’

নেতাকর্মীদের আটকের প্রতিবাদ জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘আজ সকালে যুবদলের সভা শেষ হওয়ার সাথে সাথে নেতাকর্মীদের ওপর হুমড়ি খেয়ে পড়ে গ্রেফতারের হিড়িক শুরু করে। প্রায় ২০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।’