অনুশীলনের মাঝে নামাজ পড়ে প্রশংসিত পাকিস্থানি ক্রিকেটাররা

অনুশীলনের মাঝে নামাজ পড়ে প্রশংসিত পাকিস্থানি ক্রিকেটাররা

ছবি: সংগৃহিত।

কয়েকদিন পরই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলংকা। পুরোদমে প্রস্তুত পাকিস্তানি ক্রিকেটাররা। ইতিমধ্যে অনুশীলন সেরে ফেলেছেন তারা। হোম অব ক্রিকেট লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করেছেন সরফরাজ-বাবররা। এর মাঝেও নিয়মিত নামাজ আদায় করে গেছেন তারা। ব্যস্ততার কারণে পার্শ্ববর্তী মসজিদে যেতে না পেরে মাঠেই নামাজ পড়েছেন ক্রিকেটাররা।

ইতিমধ্যে স্টেডিয়ামে তাদের নামাজের ভিডিও ভাইরাল হয়ে গেছে। তাতে দেখা যাচ্ছে,অনুশীলনের মধ্যে নামাজ পড়ছেন সরফরাজরা। ব্যাট ছোড়ে ফেলে সবাই প্রার্থনাই শামিল হন। তাতে ইমামতি করেন মোহাম্মদ রিজওয়ান।

এরই মধ্যে এ ভিডিও ক্রিকেটাঙ্গনে সাড়া ফেলে দিয়েছে। তবে এ নিয়ে ভক্তদের মাঝে দ্বিধা- বিভক্তি দেখা গেছে। একদল প্রশ্ন তুলেছেন, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন কী নামাজ পড়বেন তারা? অবশ্য অপর দলের বাহবা পাচ্ছে টিম পাকিস্তান। তাদের বক্তব্য, মুসলিম ক্রিকেটার হিসেবে অনুশীলনের মধ্যেও নামাজ আদায় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সরফরাজরা। তারা মুসলমান জাতির গর্ব। খাঁটি মুসলিম হিসেবে ভালোবাসা জানবেন সবাই।