খুলনায় ‘আল্লাহর দলের’ ২ সদস্য আটক : র‌্যাব

খুলনায় ‘আল্লাহর দলের’ ২ সদস্য আটক : র‌্যাব

ছবি: সংগৃহীত

খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে রোববার সকালে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ দুই সদস্যকে আটকের কথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তারা হলেন- যশোরের ঝিকরগাছা উপজেলার সন্তোসনগর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে মশিয়ার রহমান (৫২) ও চান্দি মোরলের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৭)।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি দল অভিযান চালিয়ে সকাল সোয়া ১০টার দিকে রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করে। সেসময় তারা (আটকরা) ট্রেনে করে যশোরে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন।

র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে জঙ্গি সংগঠনটির সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তারা এখানে অর্থ সংগ্রহ ও নতুন সদস্য তৈরি করতে এসেছিল।

এর আগে গত ২৯ ডিসেম্বর খুলনা মহানগরের লবনছরা এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ সন্দেহভাজন পাঁচ সদস্যকে আটক করে র‌্যাব। এছাড়া ৩ ডিসেম্বর জেলার বানিয়াখামার এলাকা থেকে আরও তিনজনকে আটক করা হয়। ইউএনবি।