কার্যকর হচ্ছে ভ্যাট আইন

কার্যকর হচ্ছে ভ্যাট আইন

ফাইল ছবি

সোয়া তিন লাখ কোটি টাকা রাজস্বের যোগান দিতে আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) খাতে মূল নজর থাকবে সরকারের। করদাতা বাড়াতে গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন এলাকার বাড়ির মালিকদের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতায় আনা হবে। রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন এলাকা ছাড়িয়ে জেলা, উপজেলা এমনকি গ্রামেও আয়করের আওতা বাড়ানোর বিষয়ে ঘোষণা করবে সরকার। এর ফলে মধ্যবিত্তের উপর চাপ বাড়তে পারে। বহুল আলোচিত নতুন ভ্যাট আইন অবশেষে আগামী জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে। আইনটি বাস্তবায়নের রূপরেখা ঘোষণা দেবেন অর্থমন্ত্রী। ব্যবসায়ীদের দাবি মেনে সরকার বহুস্তর ভ্যাট হার বাস্তবায়ন করতে যাচ্ছে। তা সত্ত্বেও আইনটি কার্যকর হওয়ার পর ভোক্তা পর্যায়ে বাড়তি ভ্যাটের চাপ বাড়ার শঙ্কা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বাজেট ঘোষণাকালে ব্যবসায়ী ও ভোক্তাদের আশ্বস্ত করতে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন।