স্বর্ণ পদক পাওয়ায় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষকে সংবর্ধনা

স্বর্ণ পদক পাওয়ায় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষকে সংবর্ধনা

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষকে সংবর্ধনা প্রদান

বাংলাদেশে ইউরোলজি বিশেষজ্ঞদের সংস্থা “বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইউরোলজিক্যাল সার্জন” কর্তৃক “প্রফেসর ইদ্রীস লাসকর মেমোরিয়াল অ্যাওয়ার্ড” পদক পাওয়ায় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সকাল ৮টায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন ফাউন্ডেশন-এর উপদেষ্টা ও আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার-এর চেয়ারম্যান ডা. মুহাম্মদ আব্দুস সবুর, আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত মেডিকেল কলেজসমূহের প্রিন্সিপালদের উপদেষ্টা প্রফেসর ডা. আশরাফ আলী,আদ্-দ্বীন ফাউন্ডেশনের মেডিকেল এডুকেশন এন্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স-এর ডিরেক্টর ডা. মো: আনোয়ার হোসেন মুন্সী, মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. মানবেন্দ্র নাথ নাগ, আদ্-দ্বীন হাসপাতাল ও নার্সিং এর ডিরেক্টর জেনারেল প্রফেসর ডা. নাহিদ ইয়াসমিন ,প্রফেসর ডা. লুৎফুল কবীর, প্রফেসর ডা. মো: আশরাফ উজ- জামান  প্রমুখ। অনুষ্ঠানে মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রফেসর ডা. আফিকুর রহমান বলেন, “পুরস্কার প্রাপ্তির আশায় কেউ কাজ করে না। ব্যক্তির কাজের স্বীকৃতি স্বরূপ তাকে পুরস্কৃত করা হয়। আমি কখনো কল্পনাও করিনি আমাকে এভাবে সম্মানীত করা হবে। আমাকে সম্মানীত করায় আমি সকলের কাছে চির কৃতজ্ঞ।” 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. খাদিজা বেগম।

উল্লেখ্য,গত ১১ জানুয়ারি হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ স্বর্ণ পদক প্রদান করা হয়। ইউরোলজি বিষয়ে অনন্য অবদানের জন্য প্রতি দুই বছর পর পর এ পুরস্কার দেওয়া হয়।