করোনার কারণে বেথলেহামে জরুরি অবস্থা জারি

করোনার কারণে বেথলেহামে জরুরি অবস্থা জারি

ছবি:সংগৃহীত

ফিলিস্তিনে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়ার পর ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহাম শহরটি বন্ধ ঘোষণা করেছে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ। এছাড়াও কর্তৃপক্ষ সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী মিয়া আল-কাইলা শুক্রবার এক বক্তব্যে বলেছেন, করোনা ভাইরাসে বেথেলহামের ৯ জনসহ দেশটির পশ্চিমে মোট ১৬ জন আক্রান্ত হয়েছেন। ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে এটি জানা যায়।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রাণালয় জানায়, জরুরি অবস্থায় প্রত্যেকের উপর বেথেলহামে প্রবেশ ও শহর ছেড়ে যাওয়ার ব্যপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মন্ত্রণালয় আরো জানায়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে সমন্বয় সাধনের মাধ্যমেই (পিএ) শহরটি বন্ধ ঘোষিত হয়েছে।

ইসরাইল পশ্চিমের প্রবেশপথগুলো নিয়ন্ত্রণ করলেও রামাল্লাহর নিকটস্থ শহরগুলো রয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বায়ত্তশাসনে।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ বৃহস্পতিবার মধ্যরাতে একটি সম্প্রচারে শহরটি ৩০ দিনের বন্ধ ঘোষণা করে বলেন, রোগটি নিয়ন্ত্রণের জন্য এই পদক্ষেপগুলো অত্যন্ত প্রযোজনীয়। সূত্র: আল জাজিরা