আজ থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু

আজ থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু

ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের ঝুকির কারণে দীর্ঘ ২ মাসের বেশি দিন ধরে বিমান চলাচল বন্ধ ছিল। দীর্ঘ দিন বন্ধ থাকার পর  আবারও অভ্যান্তরীণ রুটে  বিমান চলাচল শুরু করে করেছে। দীর্ঘ দিন ধরে বিমান বন্ধ থাকায় বিমান চলাচল শুরুতে কর্মব্যস্ত হয়ে উঠেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। 

আজ সোমবার সকাল থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ ৩ রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

আজ  সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটসমূহ ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুরে ছেড়ে গেছে।                

এদিকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার সকালে বিমানবন্দর পরিদর্শনে যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। 

তবে করোনাভাইরাস যেন যাত্রীদের মাঝে না ছড়ায় সেজন্য বিমানবন্দরে নানা পদক্ষেপ নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। টার্মিনালে প্রবেশের আগে থার্মাল স্ক্যানার দিয়ে যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া বেবিচকের পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস ও মাস্ক দেওয়া হচ্ছে প্রত্যেক যাত্রীকে।