ডেঙ্গু প্রতিরোধে করণীয়

ডেঙ্গু প্রতিরোধে করণীয়

ছবি:সংগৃহীত

ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ এবং এডিস নামের এক ধরনের স্ত্রী মশার কামড়ে এ রোগ হয়। এর কোনো টিকা এ পর্যন্ত আবিষ্কার হয়নি বলে রোগটি প্রতিরোধ করতে হলে অবশ্যই এই এডিস মশার কামড় থেকে নিজেকে বাঁচাতে হবে। স্ত্রী এডিস মশা সাধারণত অল্প ও পরিষ্কার পানিতে ডিম পাড়ে।

 যেমন: ঘরের ভিতরে জমে থাকা পানি, টবের পানি, ফ্রিজের পিছনে জমে থাকা পানি, ফেলে দেয়া কোনো ভাঙা পাত্রে জমে থাকা বৃষ্টির পানি ইত্যাদি। তাই ডেঙ্গু প্রতিরোধ করতে হলে ফুলের টবসহ বাসার বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানি নিয়মিত অপসারণ করতে হবে। দুই-তিন দিন পর পর ওই সব পাত্র পরিষ্কার করে রাখা উচিত।
ডেঙ্গু প্রতিরোধে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে। এই মশা রাতের বেলা কামড়ায় না। দিনের বেলায় (বিশেষ করে সকালে ও বিকেলে) কামড়ায়। তাই, দিনে মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে পারলে আর ডেঙ্গু হবে না।

 সব চেয়ে নিরাপদ হয়, দিনের বেলা মশারি টাঙিয়ে ঘুমানোর অভ্যাস করা। দিনে শিশুদের দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে। এই মশা গাঢ় রঙের কাপড়ের প্রতি বেশি আকৃষ্ট হয়। তাই, শিশুদের হালকা রঙের কাপড় পরিধান করানোই নিরাপদ। ইন্টারনেট।