ইবিঃ হত্যা মামলায় জেলহাজতে দুই কর্মচারী, ব্যবস্থা নেয়নি প্রশাসন

ইবিঃ হত্যা মামলায় জেলহাজতে দুই কর্মচারী, ব্যবস্থা নেয়নি প্রশাসন

ছবি : সংবাদাতা

হত্যা মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই কর্মচারী এক সপ্তাহ ধরে জেল হাজতে থাকলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান থাকলেও এখনো শাস্তি মুলক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

জানা যায়, গত দুই মাস আগে কুষ্টিয়ার রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কর্মচারী ইলিয়াস জোয়ার্দার ও দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী আব্দুর রাজ্জাক ঝিনাইদহ জেলহাজতে আছেন। মামলার পাঁচ নম্বর আসামী ইলিয়াস গত ৬ জুলাই ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে আত্মসমর্পণ করলে জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে পাঠায় আদালত। পরের দিন একই মামলার দুই নম্বর আসামী আব্দুর রাজ্জাককেও গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শৈলকুপা থানার পরিদর্শক (তদন্ত) মহসীন হোসেন তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। কর্মচারীদের জেলহাজতে থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ‘তথ্য নিশ্চিত হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ কিন্তু প্রায় এক সপ্তাহ ধরে জেলহাজতে থাকলেও এখনো কোনো
ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ক্ষেত্রে পদক্ষেপ নিতে প্রয়োজনীয় কাগজ এখনো হাতে এসে পৌঁছেনি বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। তিনি বলেন, ‘ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আমরা থানায় যোগাযোগ করেছি তারা বলেছে কাগজ পাঠানো হচ্ছে। আশা করি দ্রুতই পেয়ে যাবো; পেলেই ব্যবস্থা নেওয়া হবে।’