সুদ কারবারিদের প্ররোচনায় শিক্ষিকার আত্মহত্যা

সুদ কারবারিদের প্ররোচনায় শিক্ষিকার আত্মহত্যা

ছবিঃ হাসিকনা বিশ্বাস

বাগেরহাটের চিতলমারী উপজেলার ৯৭ নম্বর দক্ষিণ শিবপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাসিকনা বিশ্বাসের (৩৩) রহস্যজনক মৃত্যু হয়েছে। অবৈধ প্রভাবশালী সুদ কারবারিদের অত্যাচারে তার মৃত্যু হয়েছে বলে নিহতের স্বামী দাবি করেছেন। তবে এটা হত্যা না-কি আত্মহত্যা? তা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা চলছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় তাঁর বাড়ি হতে মৃতদেহ উদ্ধার করেছে।

পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন ধরে এলাকার সুদ কারবারিদের দেনার চাপে ছিলেন হাসিকনা ও তার পরিবার। সুদ কারবারিদের নিকট প্রায়শ অপমান সহ্য করতে হতো এই পরিবারকে। কয়েক বছর আগে তারা খড়মখালী গ্রামে জায়গা কিনে বসতবাড়ি গড়ে তোলেন। এই জায়গা কেনার সময় তারা এলাকার ওই কারবারিদের কাছ থেকে সুদে টাকা নেন। এরপর সময়মতো তাদের সুদের টাকা পরিশোধ করতে না পারায় নানাভাবে প্রায়শ অপদস্থ হতে হয়।

নিহতের স্বামী যুগল কান্তি ডাকুয়া জানান, সোমবার দুপুরে বাড়িতে ঢোকার মুখে কয়েকজন প্রভাবশালী সুদখোরকে তার বাড়ি হতে বেরিয়ে যেতে দেখেন। তাদের টাকা পরিশোধের বিষয়ে অনুনয়-বিনয়ের সাথে কড়জোড়ে সময় নেন। তারা চলে যায়। ঘরে ঢুকে দেখেন ঘরের আড়ার সাথে তার স্ত্রী হাসিকনা গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে। এরপর তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। 

যুগল কান্তি দাবি করেন 'আমার স্ত্রীকে ওরা আত্মহত্যায় বাধ্য করেছে'।

চিতলমারী থানার সূত্রে জানা যায়, মৃতের পরিবারের পক্ষে থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দেয়নি। হাসিকনা বিশ্বাসের মৃতদেহ সুরতহাল করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে।