মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন স্বাস্থ্য অধিদফতরের ছাপাখানা থেকেই ফাঁস হয়!

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন স্বাস্থ্য অধিদফতরের ছাপাখানা থেকেই ফাঁস হয়!

ঘটনার সাথে কারা জড়িত তা জানতে এখনও তদন্ত চলছে।

স্বাস্থ্য অধিদফতরের ছাপাখানা থেকেই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করা হতো বলে জানিয়েছে সিআইডি। আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মালিবাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সিআিইডি।

তবে ঘটনার সাথে কারা জড়িত তা জানতে এখনও তদন্ত চলছে। সিআইডি জানায়, সন্দেহভাজন হিসেবে ১৯ জুলাই এস এম সানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে মিরপুরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও ৫ জনকে।

আসামিরা সংঘবদ্ধ চক্র হিসেবে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ডিজিটাল পদ্ধতিতে ছাপাখানা থেকে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস করেছে। মোটা অংকের অর্থের বিনিময়ে শিক্ষার্থীদের কাছে সেই প্রশ্ন পৌঁছে দিতো তারা।