ধোনিকে নিয়ে আবেগপ্রবণ কোহলি-রোহিত

ধোনিকে নিয়ে আবেগপ্রবণ কোহলি-রোহিত

ভিডিও বার্তায় কোহলি বলেছেন, ‘জীবনে অনেক মূর্হুত আসে, যা ভাষায় বোঝানো যায় না।

গত শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ভারতের হয়ে দু’টি বিশ্বকাপ জয় করা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির অবসরের কথা শুনে অভিনন্দন জানিয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মা।

শুভ-কামনা জানানোর পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে দু’বার-তিনবারেরও বেশি ভিডিও-ছবি পোষ্ট করছেন কোহলি ও রোহিত। ঠিক তেমনি গতকাল রাতেও ধোনিকে উদ্দেশ্য করে ভিডিও বার্তা দিয়েছেন কোহলি-রোহিত।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পোস্ট করা ভিডিও বার্তায় কোহলি বলেছেন, ‘জীবনে অনেক মূর্হুত আসে, যা ভাষায় বোঝানো যায় না।

এটা সে রকমই একটা। তুমি সব সময় বাসের শেষ আসনে বসতে। খুব একটা কথা বলতে না। কিন্তু তোমার উপস্থিতি, ব্যক্তিত্বই অনেক কিছু বলে দিতো।’

কোহলি আরও বলেন, ‘আমাদের মধ্যে যেমন বোঝাপড়া ছিল, তেমনই বন্ধুত্ব। আর সেটা হয়েছে, কারণ আমরা একটা লক্ষ্য সামনে রেখেই খেলেছি। সেটা হল, দলের জয়। আমার জীবনের শুরুতে তোমার নেতৃত্বে খেলতে পারা একটা দারুণ অভিজ্ঞতা। তুমি আমার উপরে ভরসা রেখেছ, বিশ্বাস রেখেছ, যার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব।’
ভিডিও বার্তার শেষে কোহলি বলেন, ‘আমি আগেও বলেছি, আবারও বলছি। তুমি চিরকাল আমার অধিনায়ক-ই থাকবে।’

ধোনির উদ্দেশ্যে নিজের অভিমত ব্যক্ত করেছেন রোহিত শর্মাও। তিনি বলেছেন, ‘তোমার কীর্তির জন্য আমরা গর্বিত। মানুষ হিসেবেও তোমাকে নিয়ে গর্ব হয়। খেলাটা তোমার কাছে ভীষণ একটা আবেগের জায়গা ছিল। আমি নিশ্চিত, সিদ্ধান্ত নেওয়ার সময় অতি কষ্টে চোখের জল আটকে রেখেছিলে তুমি। কারন তুমি ক্যাপ্টেন কুল। ১৯ সেপ্টম্বর আইপিএল ম্যাচে তোমার সাথে টস করার অপেক্ষায় আছি আমি।’