পাবনায় গ্রেনেড হামলা দিবস পালিত

পাবনায় গ্রেনেড হামলা দিবস পালিত

গ্রনেড হামলা দিবস উপলক্ষে পাবনা জেলা আওয়ামী লীগের আলোচনাসভা।

পাবনা প্রতিনিধি: ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে পাবনায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসমূহ বিভিন্ন কর্মসূচি পালন করে। গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সংগঠনসমূহ। পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা জেলা পরিষদ, পাবনা পৌর সভার মেয়রসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন  পুষ্পার্ঘ অর্পণ, কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচি  পালন করে। 

বৃস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিটিটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। শুক্রবার সকাল ১১ টায় পাবনা জেলা আওয়ামী লীগ পুষ্পার্ঘ অর্পণ, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করে।

জেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে অংশ গ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারোফ হোসেন,  সেক্রেটারী সোহেল হাসান শহীন, আওয়ামী লীগের পাবনা পৌর কমিটিরি সভাপতি তসলিম হাসান সুমন, পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, যুবলীগ নেতা আলী মতুর্জা বিশ্বাস সনি, যুবলীগ নেতা শিবলী সাদিক, ছাত্রলীগের জেলা সভাপতি তাজুল ইসলাম প্রমূখ।

পাবনা জেলা পরিষদের পক্ষ থেকে আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ রেজাউর রহিম লাল ও  জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) কাজী আতিয়ুর রহমান। 

এসময় চেয়ারম্যান বলেন, জোট সরকারের সময় ন্যাক্কারজনক গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করে। এ হামলার মূল  উদ্দেশ্য ছিল জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করা। কিন্তু আল্লাহর রহমতে শেখ হাসিনা প্রাণে বেঁচে যান। আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে শেখ হাসিনার  নেতৃত্বের প্রশংসা করা হচ্ছে। 

এসময় জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী মোঃ আসাদুন্নবী ও মোঃ সাজেদুর রহমান, পরিষদের প্রধান সহকারী মোঃ মতিয়ার রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বিকেলে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি এ্যাভোকেট আরেফা খানম শেফালি এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামীগের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। উল্লেখ্য, ২০০৪ সালের এইদিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে নারকীয়  গ্রেনেড হামলা চালানো হয়। এতে মহিলা আওয়ামী লীগের সভাপতি আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।