“বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না”

“বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না”

ছবি : সংবাদাতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দর্পণ সাংস্কৃতিক গোষ্ঠী পাবনার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না।

বঙ্গবন্ধু শৈশব কাল থেকেই মানুষের কল্যাণে কাজ করে আসছেন। দেশের মানুষের জন্যই কিছু বিপদগামী সেনা সদস্য দেশের ভেতরের এবং বিদেশী কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে তাকে প্রাণ দিতে হয়েছে। শক্রবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব ভিআইপি সম্মেলন কক্ষে দর্পণের সহ-সভাপতি আব্দুস ছালাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম । প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন নাট্য ব্যক্তিত্ব ও টিভি অভিনেতা আব্দুল হান্নান শেলী।

বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর আলোচনা করেন রূপান্তর সাংস্কৃতি গোষ্ঠী পাবনার সাধারণ সম্পাদক দেওয়ান মাযহারুল ইসলাম মুন্নু, ডাঃ ফজলে রাব্বি পরিষদ পাবনার সাধারণ সম্পাদক সালফী আল ফাত্তাহ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবির পরিচালক বাদল হোসেন, উত্তরণ সাহিত্য আসরের সভাপতি আলমগীর কবীর হৃদয়, গণশিল্পী সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব ভৌমিক, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম পাবনার অর্থ সম্পাদক শফিকুর রহমান শান্ত, দর্পণের অর্থ সম্পাদক আব্দুল হালীম প্রমুখ।

অনুষ্ঠানে মিডিয়া অ্যাসোসিয়েশন অব পাবনার সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চু, সাংস্কৃতিক ব্যক্তি ভাস্কর চৌধুরী প্রমুখসহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।