মুক্তিযোদ্ধা পাতাসী বেওয়া আর নেই

মুক্তিযোদ্ধা পাতাসী বেওয়া আর নেই

বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা পাতাসী বেওয়া। ফাইল ছবি।

সিরাজগঞ্জের তাড়াশের বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা পাতাসী বেওয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামে তাঁর মৃত্যু হয়।

পাতাসী বেওয়ার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি তিন মেয়ে, চার ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। গতকাল দুপুরে মাগুড়াবিনোদ স্কুল মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

পাতাসী বেওয়া ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হন। মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে দীর্ঘ সময় লড়াইও করতে হয় তাঁকে। পরে তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সহযোগিতায় গত বছর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬০তম সভায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান তিনি।