মিডিয়া গুরুত্ব না দিলে সরকার ডেঙ্গুকে গুজব বলে উড়িয়ে দিতঃ মির্জা ফখরুল ইসলাম

মিডিয়া গুরুত্ব না দিলে সরকার ডেঙ্গুকে গুজব বলে উড়িয়ে দিতঃ মির্জা ফখরুল ইসলাম

ছবি সংগৃহিত।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমার এমন একটা রাষ্ট্রে বসবাস করছি, যেখানে জীবনের কোনও নিরাপত্তা নেই। কিন্তু সরকার নিজেদের সুরক্ষার জন্য ব্যাপক দুর্নীতি করছে। সেই দুর্নীতির টাকা দিয়ে দেশের বাইরে বাড়িঘর করছে। সেখানে থাকার ব্যবস্থা করছে। এটাই হলো বাস্তবতা।

সোমবার (৫ আগস্ট)  দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে রক্তদান কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক দল এ কর্মসূচির আয়োজন করে। 

তিনি বলেন, মিডিয়া গুরুত্ব দেওয়ায় মানুষ ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জানতে পারছে। না হলে এই সরকার গুজব বলে উড়িয়ে দিত। আসলে মন্ত্রী ও মেয়রদের কোনও লজ্জা-শরম নেই। যেটাকে এক কথায় বলা যায় বেহায়া। এরা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই এদের উদ্দেশ্য থাকে জনগণের টাকা লুট করার। রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবউন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুইয়া জুয়েল প্রমুখ।