বিজ্ঞান ও প্রযুক্তি
স্বয়ংক্রিয় কনটেন্ট মডারেশনের লক্ষ্যে শতাধিক কর্মী ছাঁটাই টিকটকের
ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী শত শত কর্মী ছাঁটাই করছে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটক। এ ছাঁটাইয়ে বিশেষভাবে প্রভাবিত হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স জানিয়েছে, এআই ব্যবহার করে স্বয়ংক্রিয় কনটেন্ট মডারেশনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মালয়েশিয়ায় ৭০০-এরও বেশি কর্মী ছাঁটাই করা হয়েছে, তবে টিকটক স্পষ্ট করেছে যে সংখ্যাটি ৫০০-এরও কম হবে। ছাঁটাইয়ের ফলে প্রভাবিত অধিকাংশ কর্মী কনটেন্ট মডারেশনে কাজ করতেন। তাদের ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। খবর রয়টার্স