ডিভাইস বদলে নিরাপত্তা ঝুঁকি
ছবি: সংগৃহীত
সারাবিশ্বে প্রতিনিয়ত ডিভাইস হাতবদল হচ্ছে। কেউ পুরোনো ডিভাইস বিক্রি করে কিনছেন নতুন ডিভাইস, আবার কেউ কিনছেন পুরোনো ডিভাইস। নতুন বা পুরোনো যেমন ডিভাইসই কেনেন, থাকতে হবে বিশেষ সতর্ক। ব্যক্তিগত তথ্য অন্যের হাতে চলে গেলে তা দিয়ে কী কী করা সম্ভব, সে বিষয়ে কমবেশি সবাই অবগত।
তাই পুরোনো ডিভাইস বদলানো বা বিক্রি করার আগে সতর্ক থাকা জরুরি। উৎসব আর বিশেষ দিনের উপহারে এখন জায়গা করে নিয়েছে স্মার্টফোন। তাই ডিভাইস বদলে নেওয়ার আগে সুনির্দিষ্ট বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।
সবার আগে মুছে ফেলতে হবে ব্যাংকিং ডেটা তথ্য। স্মার্টফোনে অনেক ব্যক্তিগত তথ্য, ব্যাংকের লেনদেনের তথ্য সংরক্ষিত থাকে। তাই ডিভাইস বদলে নেওয়ার আগে আর্থিক লেনদেনের সব তথ্য মুছে ফেলা আবশ্যক। যদি কেউ ডিভাইস বিক্রি করেন, তার আগে সেটিংস অপশনে গিয়ে সব ধরনের ডেটা মুছে ফেলতে হবে। ব্যাংকিং বা এমএফএস, যেমন– বিকাশ, নগদ অ্যাপ থাকলে সেসব তথ্য ডিলিট করতে হবে।
স্মার্টফোন থেকে কমবেশি সবাই এখন ই-ব্যাংকিং সুবিধা নিয়ে থাকেন। তাই ডিভাইস হাতছাড়া করার আগে ওই সব তথ্য ‘হিস্ট্রি’ অংশ থেকে মুছে ফেলতে হবে। কারণ, ডিজিটাল লেনদেন তথ্য অনৈতিক ব্যক্তির কাছে কোনোভাবে বা নিজের বেখেয়ালে পৌঁছে গেলে লেনদেনবিষয়ক তথ্যের বিরূপ ব্যবহার হতে পারে যে কোনো সময়। অন্যদিকে নিজের ইউজার আইডি, পাসওয়ার্ড বা ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ডের গোপন তথ্য বেহাত হওয়ার ঝুঁকিও থেকে যায়।
তা ছাড়া সব ধরনের অ্যাপ্লিকেশন থেকে সব অ্যাকাউন্ট ডিলিট করাই শ্রেয়। আর ডিলিট করার আগে অবশ্যই সব অ্যাকাউন্ট লগআউট করে নেওয়ার পরামর্শ দিয়েছেন ডিজিটাল বিশেষজ্ঞরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটি। আর হ্যাঁ, খেয়াল করে অবশ্যই গুগল অ্যাকাউন্ট লগআউট করতে হবে। না হলে ঘটতে পারে যে কোনো ধরনের বিপদ।