টেস্টে দুই মাস পর একাদশে স্টোকস
ছবি: সংগৃহীত
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের একাদশে ফিরেছেন বেন স্টোকস। দীর্ঘ দুই মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ইংল্যান্ডের পক্ষে তিনি মাঠে নামবেন।
মঙ্গলবার মুলতানে ম্যাচ শুরুর আগের দিন একাদশ জানিয়েছে ইংলিশরা। নিয়মিত অধিনায়ক স্টোকসকে জায়গা দিতে বাদ পড়েছেন ক্রিস ওকস। গাস অ্যাটকিনসনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ম্যাথু পটস।
নিজের ফিরে আসা নিয়ে স্টোকস বলেন, আমার ভালো লাগছে। আমি মাঠে ফেরার অপেক্ষায় আছি। আমার রিহ্যাব পিরিয়ডের শেষের দিকে এবং শেষ টেস্ট ম্যাচজুড়ে সত্যিই কঠোর পরিশ্রম করেছি। গত কয়েকদিন ধরে আমি নিজেকে ফিটনেস পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে গেছি।
প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ইনিংস ও ৪৭ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। পাকিস্তানের ৫৫৬ রানের জবাবে ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। সফরকারীদের ২৬৭ রানের লিড পায়। টেস্টে এটি চতুর্থ সর্বাধিক দলীয় রানের রেকর্ড। শুক্রবার পঞ্চম দিন ২২০ রানে স্বাগতিকরা গুটিয়ে যায়।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ব্রাইডন কার্স, ম্যাথু পটস, জ্যাক লিচ ও শোয়েব বশির।