এইচএসসিতে যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৪.২৯ শতাংশ
ছবি: নিউজজোন বিডি
টি আই তারেক (যশোর): উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। যশোর শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৬৪.২৯ শতাংশ। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার মঙ্গলবার বেলা ১১টায় তার সভাকক্ষে এ ফলাফল ঘোষনা করেন। এসময় শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। আর এইচএসসি পরীক্ষার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৬ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪। এ বছর পাসের হার কমেছে দশমিক ৮৬ শতাংশ।
সারা দেশের শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষাবোর্ডের ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এর পাশাপাশি প্রার্থীরা অনলাইনে বা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন।