ভারি বর্ষণে কুয়ালালামপুরের বেশ কিছু এলাকা প্লাবিত
ছবিঃ সংগৃহীত।
সাগরের মতো বদলে গেল কুয়ালালামপুরের চোখ। আজ সকাল থেকে কুয়ালালামপুরে একটানা ভারি বর্ষণে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভাইরাল ভিডিওর মাধ্যমে এবং দেশটির সংবাদ মাধ্যমগুলো মারফত জানা যায়, জালান পার্লিমেনে আকস্মিক বন্যার খবর পাওয়া গেছে। এতে করে বুকিত আমান পুলিশ সদর দফতরের রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
ইউনিভার্সিটি অফ মালয়া (ইউএম) ক্যাম্পাসও এর ব্যতিক্রম নয়। এক্স-এ আপলোড করা ভিডিওর মাধ্যমে জানা গেছে ক্যাম্পাস এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে এবং এর মাত্রা বেশ বেশি। এলাকায় বন্যার কারণে ক্যাম্পাসের বাসিন্দাদের, শিক্ষার্থী ও কর্মচারীদেরসহ কুয়ালালামপুরের বের হবার প্রবেশপথ অনুসরণ না করার পরামর্শ দেওয়া হয়।
এছাড়াও, রাজধানীর ব্যাংক রাকিয়াতের কাছে কুয়ালালামপুর সিটি হল (DBKL) বিল্ডিংয়ের আশেপাশের অন্যান্য এলাকাগুলিও প্লাবিত হয়েছিল, যা তীব্র যানজটের সৃষ্টি করে।
এমনকি সকাল ১০টায় শুরু হওয়া দেওয়ান রাকায়াতের (সংসদ) অধিবেশনটিও কিছু সংসদ সদস্য বন্যায় আটকে যাওয়ায় সকাল সাড়ে ১০টায় স্থগিত করতে হয়েছে।
বন্যার কারণে কুয়ালালামপুরের বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এদিকে কাম্পুং সেগাম্বুট ডালাম এলাকাসহ আবাসিক এলাকাগুলিও প্লাবিত হয়েছে, সেখানে বেশ কয়েকটি যানবাহন ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।