ঢাবি ও চীনের যৌথ শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা

ঢাবি ও চীনের যৌথ শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছে চীনের ন্যাশনাল মেরিন এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং সেন্টারের মহাপরিচালক ড. ফুজিয়াং ইউ-এর নেতৃত্বে ৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে ঢাবি ও চীনের মধ্যেকার যৌথ শিক্ষা এবং গবেষণা কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপাচার্য কার্যালয় সংলগ্ন সভাকক্ষে ওই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ন্যাশনাল মেরিন এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং সেন্টারের মধ্যে সমুদ্রবিজ্ঞান, সামুদ্রিক পূর্বাভাস এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে চলমান যৌথ শিক্ষা এবং গবেষণা কার্যক্রম আরো জোরদার করার ব্যাপারে আলোচনা করেন তারা।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি যৌথ পূর্বাভাস কেন্দ্র প্রতিষ্ঠার বিষয়েও আলোচনাও করা হয়। ঐ সাক্ষাৎকারে সমুদ্রবিদ্যা, জলবায়ু পরিবর্তন, আবহাওয়া, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ক শিক্ষা ও গবেষণার উন্নয়নে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চলমান যৌথ মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রাম আরো গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া সাক্ষাৎকারে বিজ্ঞান গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ন্যাশনাল মেরিন এনভায়রনমেন্টাল ফোরকাস্টিং সেন্টারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এ সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ, সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরী, অধ্যাপক ড. মো. জোবায়ের আলম, ভিজিটিং প্রফেসর ড. টোনিয়া অ্যাস্ট্রিড ক্যাপুয়ানো এবং বিভাগের কয়েকজন শিক্ষক, প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন ড. জিয়ানসি ডং, ড. ডাকুই ওয়াং, ড. ইউয়ানয়ং গাও এবং ড. জংচেন ওয়াং উপস্থিত ছিলেন।