পাসের দাবিতে ফেল করা শিক্ষার্থীদের আন্দোলন
সংগৃহীত ছবি
চট্টগ্রামে ফেল করা শিক্ষার্থীরা এবার আন্দোলন করেছে পাস করানোর দাবিতে। চট্টগ্রাম শিক্ষাবোর্ড ঘেরাও করে সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় খারাপ করা শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষার খাতা না কেটে রেজাল্ট দিয়েছে চট্টগ্রাম বোর্ড।
বৃহস্পতিবার বিভিন্ন কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী এ আন্দোলনে অংশ নেন। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ক ডেকে হেনস্তা করার অভিযোগ উঠেছে বোর্ড কর্মকর্তাদের বিরুদ্ধে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, খাতা না কেটেই বোর্ড কর্তৃপক্ষ মনগড়া রেজাল্ট দিয়েছে। চট্টগ্রাম বোর্ডের ইংরেজি প্রশ্ন সহজ আসার পরেও গণহারে ইংরেজিতে ফেল করে দিয়েছে। এ ছাড়াও সিলেট বোর্ডে মাত্র দুই বিষয়ে পরীক্ষা দিয়ে সবাইকে পাস করানো হয়েছে অথচ চট্টগ্রাম বোর্ডে সঠিকভাবে খাতা মূল্যায়ন করা হয়নি। এসময় সঠিকভাবে সাবজেক্ট ম্যাপিং করা হয়নি বলেও দাবি করেন তারা।
চট্টগ্রাম সিটি করপোরেশন কায়সার নিলুফা কলেজের শিক্ষার্থী মাসুম খান বলেন, আমি সব পরীক্ষা দিয়েছি। আমাদের অর্থনীতি বিষয়ের পরীক্ষা হয়নি। কিন্তু আমাকে ফেল করে দিয়েছে। বাংলা পরীক্ষা দেওয়ার পরেও আমাকে অনুপস্থিত দিয়েছে। আজকে আমরা আন্দোলন করছি বলে আমাদের মারার জন্য সমন্বয়কদের ডেকে আনা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম বলেন, রেজাল্ট খারাপ করা কিছু শিক্ষার্থী এসে পাসের দাবিতে আন্দোলন করেছে। আমাদের বিকেল ৪টা পর্যন্ত তারা অবরুদ্ধ করে রেখেছিল। পরে তাদের যে দাবি, তা লিখিত আকারে দেওয়া হয়। আমরা আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। বেশি শিক্ষার্থী এ আন্দোলন করেনি, শতাধিকেরও কম। তারা কোনো কথা মানতে নারাজ, তাদের চাওয়া শুধু পাস দিতে হবে সেটাই। তবে সমন্বয়ক ডেকে তাদের হেনস্তা করার বিষয়টি জানা নেই বলে জানান বোর্ড চেয়ারম্যান।