ছক্কা হাঁকানোয় শেবাগকে ছাড়িয়ে গেলেন সাউদি

ছক্কা হাঁকানোয় শেবাগকে ছাড়িয়ে গেলেন সাউদি

টিম সাউদি

বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে রোহিত শর্মার দল ৪৬ রানে অল আউট হওয়ার পর বড় লিডের দেখা পায় কিউইরা। গতকাল তৃতীয় দিনের শুরুতেই অবশ্য দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়েছিল সফরকারীরা, এরপরেও টম ল্যাথামের দলের বড় লিড পাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন টিম সাউদি।

স্বীকৃত ব্যাটাররা দ্রুত সাজঘরে ফেরার পরে ক্রিজে রাচীন রবীন্দ্রের সঙ্গী হয়েছিলেন সাউদি। সাউদিকে নিয়ে পরে ১৩৭ রানের দুর্দান্ত এক জুটি গড়েছিলেন রবীন্দ্র। তাতে সাউদির অবদানও ছিল বেশ। কিউই এই পেসার ভারতীয় বোলারদের বিপক্ষে খেলেছেন আগ্রাসী মেজাজে।

রবীন্দ্রের মতোই তিনিও রান তুলেছেন দ্রুত। আর তা করতে গিয়ে গতকাল ৫৭ বলে ফিফটি করেন তিনি, শেষ পর্যন্ত খেলেছেন ৭৩ বলে ৬৫ রানের ইনিংস। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৫ চার আর ৪ ছয়ে। মোহাম্মদ সিরাজের বলে নিজের ইনিংসের তৃতীয় ছক্কা হাকিয়েই রেকর্ড গড়েন সাউদি, ছাড়িয়ে যান শেবাগকে।

ভারতের আগ্রাসী ওপেনারদের মধ্যে অন্যতম বীরেন্দ্র শেবাগ। কিংবদন্তি এই ক্রিকেটার নিজের ক্যারিয়ারে ১০৪ টেস্টের ক্যারিয়ারে ১৮০ ইনিংসে মেরেছিলেন ৯১টি ছক্কা। অন্যদিকে সাউদি এখন খেলছেন নিজের ১০৩ তম টেস্ট। ১৪৮ ইনিংস ব্যাট করেছেন তিনি, ইতোমধ্যেই তাঁর ছক্কা সংখ্যা ৯৩টি। এ তালিকায় তিনি এখন আছেন তালিকার ছয় নম্বরে। 

শেবাগকে ছাড়িয়ে যাওয়ার আগেই অবশ্য রোহিত, ব্রায়ান লারাদেরও ছাড়িয়ে গেছেন সাউদি। সাদা পোশাকে এ দুজনের ছক্কা ৮৮টি করে। সাদা পোশাকে ছক্কা হাঁকানোয় সবথেকে এগিয়ে আছেন বেন স্টোকস। ইংলিশ অধিনায়ক ক্যারিয়ারে এখন পর্যন্ত হাঁকিয়েছেন ১৩১ ছক্কা।