বরিশালে চাঁদাবাজি মামলায় পৌর বিএনপির আহ্বায়কসহ গ্রেপ্তার ৪
প্রতীকী ছবি
চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় দায়েরকৃত মামলায় বরিশালের গৌরনদী পৌর বিএনপি’র আহ্বায়কসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে সেনাবাহিনী তাদের গ্রেপ্তার করে বলে গৌরনদী থানাী ওসি মো. ইউনুস মিয়া জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলো- পৌর বিএনপি’র আহ্বায়ক এসএম জাকির হোসেন শরীফ, পৌর বিএনপি’র সদস্য ফরহাদ শরীফ, বিএনপি নেতা নাজমুল হাসান মিঠু ও যুবদল কর্মী সজীব শরীফ।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, টরকী বন্দরের ফ্লেক্সিলোড ব্যবসায়ী এস এম জামিল হাসান মিঠু সিকদারকে মোবাইলে কল করে গ্রেপ্তার হওয়া মিঠু। তখন তাকে বলে তুই সেনা ক্যাম্পে আয়। আওয়ামী লীগের সময় অনেক জালাইছিস। এখন ব্যবসা করতে হলে দেড়লাখ টাকা দিতে হবে। তাদের দাবি করা টাকা না দিলে মঙ্গলবার রাতে ব্যবসায়ীর বাসায় গিয়ে তাকে মারধর করে। এরপর ব্যবসায়ী ও তার বোন বিষয়টি সেনা ক্যাম্পে গিয়ে জানায়। এর প্রেক্ষিতে সেনা সদস্যরা চার জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ওই ব্যবসায়ী মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।