তোশাখানা মামলায় জামিন পেলেন বুশরা বিবি

তোশাখানা মামলায় জামিন পেলেন বুশরা বিবি

ছবিঃ সংগৃহীত।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে জামিন দিয়েছে রাজধানী ইসলামাবাদের একটি উচ্চ আদালত। বুধবার (২৩ অক্টোবর) রাষ্ট্রীয় উপহার অবৈধভাবে বিক্রয় সংক্রান্ত তোশাখানা মামলায় এ জামিন পেলেন বুশরা বিবি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

শুনানির সময় বিচারপতি মিঙ্গুল হাসান আওরঙ্গজেব এক মিলিয়ন রুপি মুচলেকায় বুশরা বিবির জামিন মঞ্জুর করেন। গত ৩ অক্টোবর ইসলামাবাদ হাইকোর্টে তোশাখানা মামলায় জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ চৌধুরি। ওই সময় দায়ের করা পিটিশনে বলা হয়, আবেদনকারী একজন গৃহিণী এবং তার বিরুদ্ধে অভিযোগগুলি ভিত্তিহীন।

এছাড়া পিটিশনে আরও উল্লেখ করা হয় যে তদন্তটি স্বচ্ছ নয় এবং এই মামলার উদ্দেশ্য ছিল আবেদনকারীকে কারাগারে রাখা। একই মামলাটি বিভিন্ন কোণ থেকে পরিচালিত হচ্ছে বলেও পিটিশনে বলা হয়।

এর আগে, ৩০ সেপ্টেম্বর একটি ট্রায়াল কোর্ট সাবেক ফার্স্ট লেডির গ্রেফতার-পরবর্তী জামিন বাতিল করেছিল।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান খান। ওই সময় রাষ্ট্রীয় কোষাগার থেকে ১৪০ কোটি রুপি মূল্যের উপহার বেআইনিভাবে বিক্রিসহ একাধিক মামলায় কারাগারে রয়েছেন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি।

জানুয়ারিতে এই মামলায় ১৪ বছর করে কারাদণ্ড হয় তাদের।

জামিন পাওয়ার পর এখন বুশরা বিবি ছাড়া পাবেন, নাকি অন্য অভিযোগে তাকে কারাগারেই রাখা হবে তা পরিষ্কার নয়।