মিরাজের সেঞ্চুরির আক্ষেপ, দ. আফ্রিকার লক্ষ্য ১০৬
সংগৃহীত
মিরাজ চাইলেই সেঞ্চুরি পেতে পারতেন। আরেকটু ধৈর্য্য ধরে খেললেই হতো। তবে রাবাদাকে আক্রমণ করতে গিয়ে আক্ষেপে পুড়তে হলো তাকে। সেঞ্চুরির কাছে গিয়েও ৯৭ রান করে আউট হলেন এই অলরাউন্ডার।
১০ চার ও ১ ছক্কায় ১৯১ বলে ৯৭ রান করেন মিরাজ। বাংলাদেশ গুটিয়ে গেল ৩০৭ রানে। ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১০৬ রান। চতুর্থ দিন সকালে ৪.৫ ওভারে ২৪ রান করতে শেষ ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪৬ রানে ৬ উইকেট নেন রাবাদা।
তাইজুলের বিদায়
মুল্ডারের বলে চার হাঁকানোর পরেই বিদায় নিয়েছেন তাইজুল ইসলাম। গুড লেংথের বলটা বেরিয়ে যাচ্ছিলো অফস্টাম্প দিয়ে। তাতে ব্যাট ছুঁইয়ে দেন তাইজুল। সেকেন্ড স্লিপ তাকে তালুবন্দি করেন স্টাবস। ৭ বলে ৭ রান করেন তাইজুল।
বাংলাদেশের তিনশ
দ্বিতীয় ইনিংসে তিনশ রান পার করেছে বাংলাদেশ। মুল্ডারকে চার হাঁকিয়ে দলীয় রান তিনশর ঘর পার করেন তাইজুল ইসলাম। অন্যপ্রান্তে সেঞ্চুরির অপেক্ষায় আছেন মেহেদি হাসান মিরাজ।
নাঈমের বিদায়
চতুর্থ দিনে বাংলাদেশের লক্ষ্য ছিল লিড বাড়িয়ে নেওয়া। তবে সেই লক্ষ্যে খেলতে নেমে সফল হতে পারলেন না নাঈম হাসান। দিনের তৃতীয় বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েছেন এই টেলএন্ডার।
কাগিসো রাবাদার নিচু হয়ে আসা ইনসুইং ডেলিভারিতে এলবিডব্লিউ হয়েছেন নাঈম। আউট হওয়ার আগে করেছেন ১৬ রান।
চতুর্থ দিনের খেলা শুরু
শুরু হয়েছে মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা। তৃতীয় দিনে ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে খেলা শেষ করেছিল বাংলাদেশ। আজ ৮১ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নামবে নাজমুল হোসেনের দল।
বাংলাদেশকে লিড এনে দেওয়ার কৃতিত্ব মেহেদী হাসান মিরাজ ও জাকের আলীর। ১১২ রানে ৬ উইকেট হারানোর পর এই জুটি থেকে এসেছে রেকর্ড ১৩৮ রান। জাকের ৫৮ রানে আউট হলেও মিরাজ অপরাজিত আছেন ৮৭ রানে।