লাকসামে প্রতিপক্ষের আঘাতে বৃদ্ধ নিহত
প্রতীকী ছবি
কুমিল্লার লাকসামে বিরোধপূর্ণ জমি থেকে মাটি কাটা নিয়ে প্রতিপক্ষের আঘাতে শহীদ উল্ল্যা সরু (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত সরু উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামের আলী মিয়া দরবেশের পুরান বাড়ির মৃত ছৈয়দ আহমদের ছেলে।
নিহতের ভাতিজা আমানুল্লাহ জানান, পাশের বাড়ির শহিদুল ড্রাইভার আমাদের জায়গা থেকে মাটি কেটে তাদের বাড়ির রাস্তায় ফেলছিল। এ সময় আমি বাধা দিলে তারা আমাকে মারতে তেড়ে আসে। পরে সরু চাচাকে খবর দিলে চাচিসহ তারা ঘটনাস্থলে এলে শহিদুল ইসলাম (৫৩) ও তার ছেলে তাজুল ইসলামসহ (২৯) ১০-১২ জন নারী-পুরুষ চাচিকে ধাক্কা দেয়। সরু চাচাকে কিলঘুষি ও লাথি মারে। একপর্যায়ে ঘটনাস্থলে সরু চাচা মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে লাকসাম সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে আব্দুল কাদের জানান, ওই জমি নিয়ে শহিদুলদের সাথে আমাদের বিরোধ ছিল। আমরা শহিদুলদের পূর্বপুরুষদের কাছ থেকে ৮০ বছর আগে এই জায়গা কিনেছি। কিন্তু তারা নিজের বলে দাবি করছে।
এদিকে, অভিযুক্ত শহিদুল ইসলাম বলেন, এটা আমাদের পৈতৃক জায়গা। বন্যায় বাড়ির রাস্তা গর্ত হয়ে মাটি সরে ওই জায়গায় জমা হয়। আমরা সামান্য মাটি কেটে রাস্তায় ফেলেছি। এ নিয়ে তারা বাধা দিলে সামান্য কথা কাটাকাটি এবং হাতাহাতি হয়। শহীদ উল্ল্যা সরু হার্টের রোগী ছিলেন। তার হার্টে রিং পরানো ছিল। হার্ট অ্যাটাক করেই তার মৃত্যু হতে পারে। আমরা তাকে মারধর করিনি।
লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তাজুল ইসলাম ও তার বাবা শহিদুল ড্রাইভারকে আটক করা হয়েছে।