খাগড়াছড়িতে পর্যটনের দুয়ার খুলছে ৫ নভেম্বর

খাগড়াছড়িতে পর্যটনের দুয়ার খুলছে ৫ নভেম্বর

ছবি:সংগৃহীত

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে। আগামী ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। গতকাল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।  

জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, ‘৫ নভেম্বর পর্যটকরা খাগড়াছড়িতে ভ্রমণ করতে পারেন। জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের ভ্রমণে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা তুলে নেয়া হবে।’

এর আগে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত  ২৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। এসময় খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্রে পর্টযকদের ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানানো হয় । 

পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে বিপাকে পড়ে এ খাতের সঙ্গে জড়িত হাজারো মানুষ।

গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সংঘর্ষ হয়।  এই ঘটনার রেশ না কাটতেই ১লা অক্টোবর খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আবারও সংঘাতের ঘটনা ঘটে। তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা পর্যটকদের ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়।