রিয়েলমি নতুন গেমিং ফোন আনল
ছবি: সংগৃহীত
চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি নতুন গেমিং ফোন আনল। যার মডেল রিয়েলমি জিটি ৭ প্রো। রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ওলিড প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের ওপর সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২ প্রোটেকশন লেয়ার। এর ফলে ফোন হাত থেকে পড়ে গেলে বা কোথাও ঘষা খেলে সহজে স্ক্র্যাচ বা দাগ পড়বে না। ডলবি ভিশন সাপোর্ট থাকার কথা রয়েছে এই ফোনের ডিসপ্লেতে।
রিয়েলমির এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট ৩ প্রসেসর থাকছে। ১২ জিবি, ১৬ জিবি এবং ২৪ জিবি র্যাম নিয়ে এই ফোন লঞ্চ হতে পারে। আর ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে এবং মাইক্রো এসডি কার্ডের সাহায্যে তা ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
অ্যানড্রয়েড ১৫ সাপোর্ট রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে থাকবে বলে শোনা গিয়েছে এবং এই ফোন পরিচালিত হতে পারে রিয়েলমি ইউ ৬.০। একদম লেটেস্ট সফটওয়্যার আপডেট থাকবে এই ফোনে।
ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে রিয়েলমির আসন্ন ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট যুক্ত), ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (৩এক্স উপটিকাল জুম যুক্ত) থাকছে।
এছাড়াও ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর থাকছে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে। এছাড়াও থাকছে পারে ইন-ডিসপ্লে আলট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। রিয়েলমি এই ফোনে ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার কথা রয়েছে।