টিউশন ফি কমানোসহ ছয় দফা দাবিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভিসি অবরুদ্ধ

টিউশন ফি কমানোসহ ছয় দফা দাবিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভিসি অবরুদ্ধ

ফাইল ছবি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ২০ শতাংশ টিউশন ফি মওকুফ, বাড়তি ফি আদায় বন্ধসহ ছয় দফা দাবিতে উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

ছয় দফা দাবি আদায়ে রবিবার সকালে অবস্থান কর্মসূচির পর বিকেলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সকল গেট অবরূদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- ২০ শতাংশ টিউশন ফি ওয়েভার, কোটা এবং ফলাফলের ওপর প্রাপ্ত ওয়েভারের সঙ্গে অতিরিক্ত ২০ শতাংশ যুক্ত, অর্থনৈতিক সমস্যাগ্রস্ত শিক্ষার্থীদের শতভাগ ওয়েভার প্রদান, সেমিন্টার ফির সঙ্গে অতিরিক্ত অর্থ আদায় না করা এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধের ব্যবস্থা করা।

শিক্ষার্থীরা জানায়, করোনাভাইরাস মহামারির কারনে প্রায় সবাই আর্থিক সংকটে রয়েছেন। এ কারণে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আগের সেমিস্টারে ২০ শতাংশ টিউশন ফি মওকুফ করে নর্থ সাউথ কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতি স্বাভাবিক সা হলেও কোনো নোটিশ ছাড়াই এ সুবিধা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবিষয়ে একাধিকবার জানানো হলেও কোন ফল না আসায় আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

এবিষয়ে নর্থ সাউথের ভিসি অধ্যাপক আতিকুল ইসলামের কোন মন্তব্য পাওয়া যায় নি।