শহীদুল্লাহ হলের অসুস্থ শিক্ষার্থীদের পাশে ঢাবি ছাত্রদল
সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ইউনিট বাঁধন-এর নবীনবরণ অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হওয়া অর্ধশতাধিক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে ছাত্রদল৷
রোববার (৩ ডিসেম্বর) রাতে ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে অসুস্থ শিক্ষার্থীদের দেখতে যান ঢাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওনের নেতৃত্বে শিক্ষার্থীদের খোঁজ নেন ছাত্রদল নেতৃবৃন্দ।
সেখানে আরও যান, শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক, শহীদুল্লাহ্ হলের ইমাম আল নাসের মিশুক, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন নুর, মেহেদী হাসান নিয়ন, আহসানুল ইসলাম, মোছাদ্দিক আল হক (শান্ত), রাকিবুল হাসান সৌরভ, মাসুম বিল্লাল, আশরাফ অনিক, আল আমিন, আবরাব, নওশের চৌধুরী প্রমুখ। হলের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। তাদের সঙ্গে ঢাকা মেডিকেলের একজন চিকিৎসকও ছিলেন।
নেতৃবৃন্দ শিক্ষার্থীদের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তারা অসুস্থ শিক্ষার্থীদের ডাব, কমলা, স্যালাইনসহ তরল খাবার দেন।
ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন বলেন, শিক্ষার্থীদের অবস্থা দেখে ভীষণ খারাপ লাগছে। তাদের চিকিৎসাসহ সার্বিক বিষয়ে তারা যেন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা পায় আমরা সেজন্য কাজ করছি।
আল নাসের মিশুক বলেন, হলের শিক্ষার্থীরা অসুস্থ শুনে দেখতে এসেছি। এ সময় আমরা ঢাকা মেডিকেলের একজন চিকিৎসককে সঙ্গে নিয়ে সবার রুমে গিয়ে খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করেছি। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা আমরা শহীদুল্লাহ হল ছাত্রদল তাদের বিচার দাবি করছি।