যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ১০৫, কমলা ২৭

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ১০৫, কমলা ২৭

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল আসতে শুরু করেছে। ইতোমধ্যে ১৪টি অঙ্গরাজ্যের ফল এসেছে। এসব রাজ্যের ফলে কমলা হ্যারিসের চেয়ে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন রিপাবলিকান দলের প্রার্থী ট্রাম্প। ইতোমধ্যে শতাধিক ইলেকটোরাল ভোট পেয়েছেন ট্রাম্প। বিপরীতে চার অঙ্গরাজ্যের ২৭ ভোট পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। খবর বিবিসির।

কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, মিজৌরি, ওকলাহোমা, সাউথ ক্যারোলিনা, আরকানসাস ও টেনেসি ১১ অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

অন্যদিকে ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, মেরিল্যান্ড ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পেয়েছেন কমলা হ্যারিস।

ইন্ডিয়ানায় ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ১১টি। ওয়েস্ট ভার্জিনিয়ায় চারটি। কেন্টাকিতে এই ভোটের সংখ্যা আটটি। এছাড়া আলাবামায় নয়টি, ফ্লোরিডায় ৩০, মিজৌরিতে ১০, ওকলাহোমায় ৭, সাউথ ক্যারোলিনায় ৯, আরকানসাসে ৬ ও টেনেসিতে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ফলে পূর্বাভাস অনুযায়ী, এখন পর্যন্ত ট্রাম্পের পক্ষে মোট ১০৫টি ইলেকটোরাল কলেজ ভোট হয়েছে।

অপরদিকে ভারমন্টে ৩, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৩টি, মেরিল্যান্ডে ১০টি ও ম্যাসাচুসেটসে ১১টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। সব মিলিয়ে আপাতত ২৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন কমলা।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। এখন তা শেষের পথে। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যে এখনো ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ৪৩টি রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি—দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কেন্টাকি, ইন্ডিয়ানা ও ভারমন্ট এই অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। এর মধ্যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় অন্তত ২৭০টি ভোট।