কুমিল্লায় ২৫ বাড়িতে মাদক কারবারিদের হামলা-ভাঙচুর

কুমিল্লায় ২৫ বাড়িতে মাদক কারবারিদের হামলা-ভাঙচুর

ছবি:সংগৃহীত

কুমিল্লায় অন্তত ২০ থেকে ২৫টি বাড়িতে হামলা-ভাঙচুর চালিয়েছে মাদককারবারিরা। এ সময় রাহাত হোসেন জয় (১৮) নামে এক কলেজছাত্রকেও কুপিয়ে আহত করে তারা। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী জানান, পার্শ্ববর্তী কাটাবিল এলাকায় দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে মাদক কারবার চলে আসছিল। মাদক কারবারিরা কাশারীপট্টি এলাকাটিকে মাদকের রোড হিসেবে ব্যবহার করত। এ নিয়ে কাশারীপট্টি এলাকার লোকজন মাদক কারবারিদের বাধা দেয়। এতে তারা একত্রিত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় ২৫ থেকে ৩০ জনের একটি দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে কাশারীপট্টি এলাকায় হামলা চালায়। এ হামলায় ইমতিয়াজ আহমেদ জিতু নামে স্থানীয় এক সাংবাদিকের বাড়িও ভাঙচুর করা হয়। এ ছাড়া রাহাত হোসেন জয় নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়দের অভিযোগ, নগরীর মৌলভীপাড়া এলাকার যুবদলের কর্মী জুম্মনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর অনুসারী হিসেবে পরিচিত।

অভিযোগের সত্যতা জানতে যোগাযোগ করা হলে যুবদল কর্মী জুম্মনকে পাওয়া যায়নি।

আহত কলেজছাত্র জয়ের বাবা তোফায়েল আহমেদ বলেন, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে আমার ছেলেকে কুপিয়ে মারাত্মক আহত করেছে। পরে আমার ছেলেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা গুরুতরও দেখে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আমি এ হামলার বিচার দাবি করছি।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়ন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।