মগবাজারে মহিষের শিংয়ের গুঁতোয় নারীর মৃত্যু

মগবাজারে মহিষের শিংয়ের গুঁতোয় নারীর মৃত্যু

ফাইল ছবি

মহিষের শিংয়ের গুঁতোয় সাথী আক্তার (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।

আহতরা হলেন, শামছু মিয়া (৫০), নাদিরা আক্তার (২৩) ও তার স্বামী মো. রনি (৩০)। তাদের ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মগবাজারের আমবাগান এলাকায় এই ঘটনা ঘটে। শিংয়ের গুঁতোয় আহত সাথীকে গুরুতর অবস্থায় মগবাজার কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বামী সাইদুল ইসলামের সঙ্গে আমবাগানের ভাড়া বাসায় থাকতেন সাথী। তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।

আহত নাদিরার ভাই মো. নাহিদ জানান, সন্ধ্যার দিকে একটি মহিষ ছুটে এসে তাদের আমবাগানের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় মহিষটি কয়েকজনকে শিং দিয়ে গুঁতো দিয়ে আবার দৌড়ে চলে যায়। এতে তারা গুরুতর আহত হন।

তিনি আরও জানান, আহত অন্য তিনজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। এর মধ্যে শামছুর নামে একজনের নাড়িভুড়ি বের হয়ে গেছে।

স্থানীয় আনোয়ার হোসেন নামে একজন জানান, মগবাজার পাগলা মাজার এলাকা থেকে মহিষটি ছুটে এসেছে। এলোপাতাড়ি দৌড়াদৌড়ি করে এক পর্যায়ে আমবাগানের ওই বাড়িতে ঢুকে পড়ে। শিং দিয়ে গুঁতো দিয়ে আহত করে কয়েকজনকে।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, মহিষের গুঁতোয় কয়েকজন আহত হয়েছেন এবং একজন মারা গেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।