ট্রাম্পকে বাইডেনের অভিনন্দন

ট্রাম্পকে বাইডেনের অভিনন্দন

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে জয়ী হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। ফোন করে তিনি এ অভিনন্দন জানান বলে, হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়, বাইডেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি হোয়াইট হাউসে সাক্ষাতের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছেন।

বাইডেন নির্বাচনের ফল ও ক্ষমতা হস্তান্তর নিয়ে বৃহস্পতিবার জাতির সামনে ভাষণ দেবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে স্থানীয় সময় বুধবার দিনের শেষে ওয়াশিংটন ডিসিতে হাওয়ার্ড ইউনিভার্সিটিতে কমলার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নির্বাচনের জয়-পরাজয় নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।

ইলেকটোরাল নাটকের অবসান ঘটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আলাস্কা এবং উইসকনসিনের মতো গুরুত্বপূর্ণ ইলেকটোরাল কলেজ ভোট জিতে ডোনাল্ড ট্রাম্পের মোট কলেজ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৯ তে। অন্যদিকে, কমলা হ্যারিস নিউ হ্যাম্পশায়ার জিতেছেন। এর ফলে তিনি ২২৩ কলেজ ভোট পেয়েছেন।