সাকিবের অভাব কেউ পূরণ করতে পারবে না: নাসুম
ছবি : সংগৃহীত
আফগানিস্তান সিরিজ দিয়ে প্রায় এক বছর জাতীয় দলে ফিরেছেন স্পিনার নাসুম আহমেদ। সাকিব আল হাসান না-থাকায় বাঁহাতি স্পিনারের অভাব পূরণ করতে দলে ডাক পেয়েছেন তিনি। তবে ভিসা জটিলতার কারণে নির্দিষ্ট সময়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাতে পারেননি নাসুম। যার ফলে মিস করেছেন প্রথম ম্যাচ।
ভিসা জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি। তার সঙ্গে রয়েছেন আরেক তরুণ পেসার নাহিদ রানা।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাসুম। এ সময় সাকিবের অভাব পূরণ করা নিয়ে এক প্রশ্নের জবাবে এই স্পিনার বলেন, ওনাকে (সাকিব) তো সবসময় মিস করা হয়, ওনার অভাব তো আর কেউ পূরণ করতে পারবে না। পরবর্তী দুই ম্যাচের জন্য দোয়া কইরেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।
সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপে। যেখানে হাথুরুসিংহের কাছে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছিলেন এই ক্রিকেটার। অভিযোগ প্রমাণ হওয়ায় গত মাসে হাথুরুকে বরখাস্ত করেছে নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ
যদি এই অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন লঙ্কান কোচ। তবে চাকরি বাঁচাতে পারেননি তিনি। হাথুরুর বিদায়ের পরই জাতীয় দলে ডাক পেয়েছেন নাসুম। আবারও বাংলাদেশের জার্সিতে ফিরতে পেরে উচ্ছ্বসিত এই স্পিনার। আগের মতো পারফর্ম করতে চান তিনি। তাই সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।