বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করল আয়ারল্যান্ড
ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় দুই বছর পর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দল। যেখানে আইরিশদের আতিথেয়তা দিবে টাইগ্রেসরা। এই সিরিজের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।
আসন্ন এই সিরিজে বাংলাদেশ-আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল খেলবে সীমিত ওভারের ক্রিকেট। ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজের জন্যই বুধবার (৬ নভেম্বর) রাতে দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
দুই সিরিজেই আইরিশদের নেতৃত্ব দিবেন গ্যাবি লুইস। সিরিজে ক্রিকেটারদের গড় বয়স ২৩ বছরেরও কম। সব মিলিয়ে বাংলাদেশ সিরিজের দলে আছেন আয়ারল্যান্ডের ১৬ ক্রিকেটার।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডের মধ্যে পার্থক্য শুধু একটা। ওয়ানডে দলে থাকলেও অ্যালিস টেক্টর নেই টি-টোয়েন্টি সিরিজে। টেক্টরের পরিবর্তে টি-টোয়েন্টিতে আছেন রেবেকা স্টোকেল।
বাংলাদেশ সিরিজে আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের ওয়ানডে দল :
গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুলটার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুয়ার, জেন ম্যাগুয়ার, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, অ্যালিস টেক্টর।
বাংলাদেশ সিরিজে আয়ারল্যান্ড নারী ক্রিকেটারদের টি-টোয়েন্টি দল :
গ্যাবি লুইস (অধিনায়ক), আভা ক্যানিং, ক্রিস্টিনা কুল্টার রেইলি, লরা ডেলানি, সারাহ ফোর্বস, অ্যামি হান্টার, আর্লেন কেলি, অ্যামি ম্যাগুয়ার, জেন ম্যাগুয়ার, কারা মারে, লিয়া পল, ওরলা প্রেন্ডারগাস্ট, উনা রেমন্ড-হোয়ে, ফ্রেয়া সার্জেন্ট, রেবেকা স্টোকেল।