পদ্মায় জেলের জালে ধরা পড়ল কুমিরের বাচ্চা

পদ্মায় জেলের জালে ধরা পড়ল কুমিরের বাচ্চা

ছবিঃ সংগৃহীত।

পদ্মা নদীতে মাছ ধরার জালে একটি কুমিমের উঠে এসেছে। জালে কুমির দেখে জেলেসহ আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। এরপর কুমিরের বাচ্চাটিকে তীরে আনা হলে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলেন।

বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর সদর উপজেলার অন্তর মোড় এলাকার পদ্মা নদীতে কুমিরটি ধরা পড়ে।

জেলে সালাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পাবনার ঢালারচর এলাকার হাবিবুর রহমান তালুকদারের ছেলে।তিনি জানান, জাল টানার পর মনে করেছিলেন বড় কোনো মাছ ধরা পড়েছে। কিন্তু পরে দেখতে পান যে কুমিরের বাচ্চা উঠেছে।

স্থানীয়রা জানান, কুমিরটিকে তীরে নিয়ে এলে সেটিকে দেখতে ভিড় জমান অনেকে। জাল থেকে ছাড়ানোর পরপরই কয়েকজন যুবক লাঠি দিয়ে পিটিয়ে কুমিরের বাচ্চাটিকে মেরে ফেলে। পরে তারা সেটিকে আবার নদীতে ফেলে দেয়।

পদ্মা নদীতে কুমিরের উপস্থিতি জেলেদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান জেলে সালাম।