আপনি কি গুগলের ব্রাউজার ব্যবহার করেন? এখনই সাবধান হোন!
ছবি: সংগৃহীত
যারা গুগল ক্রোম ব্যবহার করেন তাদের জন্য দুঃসংবাদ। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যত দ্রুত সম্ভব নিজেদের ক্রোম ব্রাউজার আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।
গুগল ক্রোমের জন্য উচ্চ সতর্কতা জারি করেছে ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন)। ক্রোম ব্রাউজারে একাধিক ভালনারেবেলিটিসের জন্যই মূলত এই সতর্কতা। আসলে এগুলো ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিচ্ছে।
মানিকন্ট্রোলের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, এই দুর্বলতা বা ঘাটতির জন্যই বহিরাগত সাইবার অপরাধীরা নিজেদের পছন্দমতো কোড রান করতে পারে দুর্বল সিস্টেমগুলোতে। এর মাধ্যমে অনায়াসে ওই ডিভাইসে অ্যাক্সেস পেয়ে যায় তারা। ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সহজেই তাদের হাতে এসে যায়।
হ্যাকাররা আসলে এই দুর্বলতার সুযোগ নিচ্ছে। যার জেরে পাসওয়ার্ড, ব্যাংকিং তথ্য, অ্যাড্রেস এবং অন্যান্য ব্যক্তিগত তথ্যসহ সেনসিটিভ ইউজার ডেটা বেআইনি ভাবে অ্যাক্সেস করার ডেটা পেয়ে যাচ্ছে। এর জেরে বৃদ্ধি পাচ্ছে আর্থিক জালিয়াতি এবং নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি।
রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, ক্রোম এক্সটেনশন এবং ভি৮-এ টাইপ কনফিউশনের মতো অস্বাভাবিকতা থেকেই এই ধরনের দুর্বলতাগুলো তৈরি হচ্ছে। যা ব্রাউজারের নিরাপত্তা বাইপাস করতে সাহায্য করছে অপরাধীদের।
গুগল ক্রোমের কোন কোন ভার্সনের উপর প্রভাব পড়ছে?
উইন্ডোজ এবং ম্যাকের জন্য গুগল ক্রোমের ১৩০.০.৭৬২৩.৬৯.৭০-এর আগের ভার্সন এবং লিনাক্সের জন্য ১৩০.০.৬৭২৩.৬৯-এর আগের ভার্সন প্রভাবিত হবে এই দুর্বলতাগুলো দ্বারা। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য যত দ্রুত সম্ভব নিজেদের ক্রোম ব্রাউজার আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। আসলে ক্রোমের লেটেস্ট ভার্সন ১৩০-এ কোনও রকম দুর্বলতা নেই।